ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ দিবসে ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র আখাউড়ায় অনুষ্ঠিত হল অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের (গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট) জাঁকজমকপুর্ণ ফাইনাল। আড়ম্বর পরিবেশে টুর্নামেন্টটির ফাইনাল খেলায় অংশ নেন আখাউড়ার দক্ষিণ উনিয়ন একাদশ ও পৌরসভা (এক দুই তিন নং ওয়ার্ড) এবং চ্যাম্পিয়ন হয় পৌরসভা (এক দুই তিন নং ওয়ার্ড) একাদশ।

ক্রিকেটমোদী আখাউড়ার সর্বস্তরের মানুষের ঢল নামে এ আয়োজনটিতে ।আখাউড়া কলেজ প্রাঙ্গনে আয়োজনকে ঘিরে দেখা যায় আগ্রহ, উদ্দীপনা; জমজমাট ফাইনালের লড়াই সেই সাথে সেলফি উৎসব মাতে দর্শনার্থীরা।প্রিয় তারকার সাথে ছবি তোলার হিড়িক, চারদিকে দেখা যায় উৎসবের আমেজ।আগতদের একজন বলেন, দীর্গ ২৭ বছর পর আখাউড়ায় জাতীয় দলের কেউ এল, আখাউড়ার ক্রিকেটে প্রাণ ফিরে পেয়েছে ।
উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও চিত্র নায়ক রোশান, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের এর সদস্য সাইফুল ইসলাম, আখাউড়া থানা ইন চার্জ আসাদুল ইসলাম অনুষ্ঠানের প্রধান আয়োজক ও পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী নির্জন মোশাররফ, সদস্য সচিব মোঃ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, আরো উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা সাংবাদিক বৃন্দ।

বাংলাদেশ জাতীয় দলের একসময়ের প্রানভোমরা মোহাম্মদ আশরাফুল বলেন আখাউড়ায় ক্রিকেট প্রতিভা দেখে ভালো লেগেছে, অনেক সম্বাবনাময় একটি অঞ্চল, এখানে ক্রিকেট থেকে ভালো কিছু করা সম্ভব।
এছাড়াও চিত্র নায়ক রোশান বলেন চমকপ্রদ আয়োজন, খুব ভালো লাগছে আমার নিজ অঞ্চলে এই আয়োজন দেখে।

মূল আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক নির্জন মোশারফ বলেন, একটা টীম ওয়ার্ক’ র মাধ্যমে আমরা এটি করেছি, আমাদের মূল পরিকল্পনা আখাউড়া থেকে মূলধারার ক্রিকেটার তৈরী করা ।