ঢাকাTuesday , 25 April 2023
  1. International News
  2. অন্যান্য
  3. অর্থ ও বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. কুমিল্লা
  6. ক্রাইম নিউজ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাঁদপুর
  10. জাতীয়
  11. ঢাকা শহর
  12. বিনোদন
  13. বিভাগের খবর
  14. ময়মনসিংহ
  15. যশোর
আজকের সর্বশেষ সবখবর

জাঁকজমক আয়োজনের মধ্যে মিশিগানে ওয়ারেন সিটিতে স্থানান্তরিত হলো আইটি প্রতিষ্ঠান TS4U এর প্রধান কার্যালয়

admin
April 25, 2023 2:21 pm
Link Copied!

কামরুজ্জামান হেলাল,যুক্তরাষ্ট্র প্রতিনিধি

রোববার সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির কেন্দ্রস্থল ক্যাডিলাক সদর দফতরের পাশে স্থানান্তরিত হলো মিশিগান রাজ্যের স্বীকৃত একমাত্র বাংলাদেশী মালিকানাধীন আইটি শিক্ষা প্রতিষ্ঠান TS4U এর নতুন সদর দফতর। তথ্য প্রযুক্তি খ্যাতে বিশ্ব যেমন এগিয়ে চলেছে তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে TS4U আইটি প্রতিষ্ঠানটি।

এই প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ করে চাকরি পাওয়ার পরে অর্থ প্রদান করতে পারে এবং শিক্ষার্থীরা সুদ ছাড়াই শিক্ষাথীরা ঋণ নিতে পারে।এছাড়া মিশিগানে বসবাসরত নাগরিকরা সরকারী ভাবে বিনামূল্যে অনুদান পেতে পারেন। TS4U-এর চাকরির সাফল্যের হার রয়েছে ৮৫% এবং TS4U প্রকল্প ভিত্তিক আইটি প্রশিক্ষণ, Spoken, written, ইন্টারভিউ সহায়তা, ব্যাকগ্রাউন্ড চেক এবং অফার লেটার নেগোসিয়েশন সহ অন্যান্য বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে।

জমকালো উদ্বোধনটি অনুষ্টানটি ছিলো TS4U এবং বাংলাদেশী সম্প্রদায়ের জন্য অন্যতম সেরা মাইলফলক। TS4U তাদের বুটক্যাম্পে এশীয়, আরব, আফ্রিকান আমেরিকান, শ্বেতাঙ্গ, ইউরোপিয়ান এবং দক্ষিণ আমেরিকান সহ সকল দেশের ছাত্রদের শিক্ষাদান করে থাকে। অনুষ্টানে উপস্তিত ছিলেন TS4U-এর প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা শিবলু আহমেদ, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাথীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রাক্তণ এবং বর্তমানে শিক্ষাথীরা তাদের নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
অনুষ্টানে বিভিন্ন আইটি স্পেশালিস্ট, বর্তমান শিক্ষাথীরা সহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্তিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।