ডেস্ক রিপোর্ট
ঢাকার পার্শ্ববর্তী উপজেলা কেরানীগঞ্জ। বুড়িগঙ্গা নদীর পার জুড়ে কেরানীগঞ্জের যাত্রা শুরু হলেও ধলেশ্বরী সহ বেশ কিছু শাখা প্রশাখা মিলিয়ে অসংখ্য নদী ও খালের অস্তিত্ব ছিল কেরানীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে। এক সময় ছিল সবুজের সমরহ। কালের বিবর্তনে পুঁজিবাদী ব্যবসায়ীদের পরিবেশ ধ্বংসের মনোভাব থেকে রক্ষা না পেয়ে সবুজ গাছপালা নেই বললেই চলে। ক্রমবর্ধমান উন্নয়ন আর শিল্পায়নের ফলে কেরানীগঞ্জ উপজেলা হয়ে উঠেছে অর্থনৈতিক চালিকা শক্তির কর্ম এলাকা। তবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে মারাত্মক আকারে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের সহযোগে সংগঠন ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১৮ মে সকালে জিয়ানগর এলাকায় কেরানীগঞ্জ নিউ মডেল স্কুলে ” কেরানীগঞ্জের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সবুজ আন্দোলন ছাত্র পরিষদের সহ দপ্তর সম্পাদক মোঃ আলী শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ সোহাগ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ নিউ মডেল স্কুল কমিটি সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন বেপারী, সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার রিপন, সাংগঠনিক সম্পাদক
মোঃ মৃধা মিরাজুল ইসলাম রাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইমরান শরীফ , বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন কেরানীগঞ্জের পরিচালক এইচ এম কাইয়ুম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সবুজ ক্যাম্পাস-নিরাপদ বাংলাদেশ” স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সবুজ আন্দোলন ছাত্র পরিষদের উদ্যোগে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো। সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার’র নির্দেশনায় সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে তরুণ সমাজের অংশগ্রহণে আমাদের এই কার্যক্রম বেগমন করার জন্য নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা চাই সবুজ বাংলাদেশ, তরুণ প্রজন্মের নিরাপদ আবাসস্থল।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের খুবই ভালো লাগছে আমাদের ক্যাম্পাসে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। সবুজ আন্দোলনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আগামীতে যেকোনো কর্মসূচি কেরানীগঞ্জে আয়োজন করলে সবুজ আন্দোলনের পাশে থাকবো। সর্বস্তরের পাঠ্য পুস্তকে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে অধ্যায় অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি।
ক্যাম্পাসে দেশীয় প্রজাতির বেশ কিছু গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও সবুজ আন্দোলন আন্দোলন ছাত্র পরিষদের কেরানীগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ।