ঢাকাSaturday , 20 May 2023
  1. International News
  2. অন্যান্য
  3. অর্থ ও বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. কুমিল্লা
  6. ক্রাইম নিউজ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাঁদপুর
  10. জাতীয়
  11. ঢাকা শহর
  12. বিনোদন
  13. বিভাগের খবর
  14. ময়মনসিংহ
  15. যশোর
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রধানমন্ত্রী

admin
May 20, 2023 10:26 am
Link Copied!

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রধানমন্ত্রী আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের উদ্বোধন করবেন।

বুধবার (১৭ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খারকুট এলাকায় রেলপথ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন এই রেলপথ দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ,যেহেতু সেপ্টেম্বরের পরে জাতীয় নির্বাচন আছে আমাদের কাজেই সিডিউল যদি ঘোষণা করে তাহলে কোন বড় প্রজেক্ট এ সরকার উদ্বোধন করতে পারে সেজন্য আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবে।

সুজন বলেন রেলওয়ে পূর্বাঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডুয়েলগেজ রেলপথ না থাকায় এখনই আগরতলা থেকে কলকাতায় সরাসরি ট্রেন চলাচল করছে না। তবে আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মিত হলে সরাসরি আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব হবে।এই রেলপথটি চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে জানান রেলমন্ত্রী।

পূর্বাঞ্চল রেলওয়ের যাত্রীর চাপ কমাতে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আরও কমপক্ষে চারটি ট্রেন দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন– আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।