এবার লুঙ্গি পরে ইউরোপ ঘুরলেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। গেল বছর লুঙ্গি পরার কারণে বাংলাদেশের একটি ফাইভ স্টার হোটেল এবং সিনেমা হলে ঢুকতে না দেয়ার প্রতিবাদে বিশ্বব্যাপী লুঙ্গি পরে ভ্রমণের যে অভিযাত্রা শুরু করেছিলেন সাংবাদিক ফখরুল এবার তা গড়ালো ইউরোপের দেশগুলোতেও।
গেল ১১ মে লুঙ্গি এবং গামছা পরে জাপানের রাজধানী টোকিও থেকে অভিযাত্রা শুরু করেন প্রবাসী এই সাংবাদিক। এরপর পরপর ভ্রমণ করেন ভিয়েতনাম, ইংল্যান্ড, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। প্রায় ১০ দিনের এই সফরে ফ্রান্সের আইফেল টাওয়ার, গণতন্ত্র স্কয়ার, ইতালির রোম, সুইজারল্যান্ডের জুরিখ, সুইস ব্যাংকসহ নানা দর্শনীয় স্থান ও স্থাপনা লুঙ্গি পরে গামছা গলায় ভ্রমণ করেন ফখরুল। অভিজ্ঞতায় তিনি জানান, এ কয় দিনে বাঙালী ঐতিহ্য এই পোশাক দেখে বিদেশিরা অবাক ও খুশি হয়েছেন। জানতে চেয়েছেন এই পোশাক সম্পর্কে। অনেকে এগিয়ে এসে তুলেছেন ছবি। করেছেন ভিডিও।
পর্যটক এই সাংবাদিক বলেন, বিদেশিদের প্রশংসা তাকে এটাও অনুধাবন করিয়েছে বিশ্ব বৈচিত্র হাজারো পোশাকের মত এই লুঙ্গিও একটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যাকে অবশ্রই সম্মান করা দরকার।
মিস্টার ফখরুল লুঙ্গিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও পরিচিত করতে তার এ অভিযাত্রা অব্যাহত রাখতে চান। ভবিষেত উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে লুঙ্গি পরে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার জানান তিনি। এর আগে লুঙ্গি পরে জাপান, সংযুক্ত আরব আমিরাত ,ওমান ,মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন ফখরুল।