শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কোনাঘাট মোড়ে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রবল ঝড়ে জাম গাছের চাপায় সিএনজি চালক আলী হোসেনর(২৮) মর্মান্তিক মৃত্যু ঘটে ।

জানা গেছে, আজ সকালে নবীনগর উপজেলার থোল্লাকান্দি থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিটি নবীনগর আসছিল। পথিমধ্যে প্রবল ঝড় শুরু হলে সিএনজিটি নবীনগর পৌর এলাকার কোনঘাট মোড়ে ওই জাম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় ঝড়ে জাম গাছটি গুড়া উপড়ে সিএনজির উপরে পড়লে ঘটনাস্থলেই সিএনজি চালক আলী হোসেন মারা যান। আহত চার যাত্রীকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত আলী হোসেনের বাড়ি উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে।
ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবল ঝড়ে সিএনজির উপর গাছ পড়লে ঘটনাস্থলেই আলী হোসেন নামে একজনের মৃত্যু ঘটে।