ঢাকাThursday , 25 May 2023
  1. International News
  2. অন্যান্য
  3. অর্থ ও বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. কুমিল্লা
  6. ক্রাইম নিউজ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাঁদপুর
  10. জাতীয়
  11. ঢাকা শহর
  12. বিনোদন
  13. বিভাগের খবর
  14. ময়মনসিংহ
  15. যশোর
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আবা শহরে সড়ক দূর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

admin
May 25, 2023 3:24 am
Link Copied!

মোঃঅলি উল্লাহ ভূঁইয়া, সৌদিআরব প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বাছির উদ্দিন বাবুর (৩১) গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে চলছে শোকের মাতম। সে উক্ত গ্রামের জসিম উদ্দিন মেম্বার ও জিবন মিয়ার ছোট ভাই- নাজিম উদ্দিনের কনিষ্ঠ পুত্র । প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।নিহত বাছির উদ্দিন বাবু সৌদি আরবের মক্কা শহরের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রতিদিনের ন্যায় গত ২৩ মে (সোমবার) সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ওইদিন বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১২টায় সৌদি আরবের আবা নামক স্থানের তারিক মালিক আব্দুল্লাহ জুম্মা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা ও মা সহ আত্মীয়-স্বজনরা আহাজারি করছেন।তার ৪ বছরের একটি ছেলে ও ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। নিহতের আত্নীয়ের সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে সৌদি আরবে জীবিকার তাগিদে পাড়ি জমান বাছির উদ্দিন বাবু।

আইনি প্রক্রিয়া শেষে সৌদি আরব থেকে নিহত বাবুর মরদেহ তার গ্রামের বাড়িতে আসবে বলে স্বজনেরা জানায়।নিহতের আত্নীয়রা -মাননীয় সরকার এবং প্রবাসী শ্রম ও কল্যান মন্ত্রির কাছে আকূল আবেদন করেন যে,
অন্তত প্রিয় জনের শেষ স্মৃতিচিহ্ন তার লাশটা যত অল্প সময় ও দ্রুততার সাথে যেন তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।