ভারতে শনিবার শুরু হচ্ছে আই লিগ। ভারতের হলেও এই লিগে নজর রাখবে বাংলাদেশের দর্শকরা।
বিশেষ করে কলকাতা মোহামেডানের ম্যাচগুলোর খবর রাখতে চাইবে দেশের ফুটবলপ্রেমীরা।
সেটাই স্বাভাবিক। ক্লাবটির হয়ে এবার আই লিগ মাতাবেন বাংলাদেশ ফুটবলের ‘পোস্টারবয়’ জামাল ভূঁইয়া।
দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষের ম্যাচ দিয়ে আই লিগ মিশন শুরু হবে জামাল ভূঁইয়ারা। এর আগে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আই লিগে খেলা ও তার দল কলকাতা মোহামেডান নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।
আই লিগ খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, কলকাতা মোহামেডানে খেলা আমার জন্য স্পেশাল কিছু। আই লিগে ভালো কিছু করা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। প্রত্যেকের মতো আমিও ভালো ফলাফল চাই। আশা করি, ভালো কিছু উপহার দিতে পারব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।