ঢাকাSaturday , 29 October 2022
  1. International News
  2. অন্যান্য
  3. অর্থ ও বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. কুমিল্লা
  6. ক্রাইম নিউজ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাঁদপুর
  10. জাতীয়
  11. ঢাকা শহর
  12. বিনোদন
  13. বিভাগের খবর
  14. ময়মনসিংহ
  15. যশোর
আজকের সর্বশেষ সবখবর

তাহমিদ তাজওয়ার তূর্য’র ব্যারিস্টার অব ল’ ডিগ্রী অর্জন

admin
October 29, 2022 7:22 am
Link Copied!

বেলাল হোসাইন (অস্ট্রেলিয়া): সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক ডেপুটি এটর্ণী জেনারেল মোঃ মোতাহার হোসেন (সাজু)‘র পুত্র তাহমিদ তাজওয়ার তূর্য গত ২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস্ থেকে মাস্টার্স অব ল’ (বানিজ্যিক আইন) ডিগ্রী অর্জন করেন । গত ২০২১ সালে ইউনিভার্সিটি অব ওয়েষ্ট ইংল্যান্ড, বৃষ্টল থেকে বার ট্রেনিং কোর্স (বি.টি.সি) সম্পন্ন করেন । অতপরঃ ওনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে গত ১১ অক্টোবর ‘২২ Call to the Bar এর কনভোকেশনে বার এট ল’ সনদ গ্রহন করেন ।

কনভোকেশন অনুষ্ঠানে তূর্যের সংগে ছিলেন তার মমতাময়ী মা , সুপ্রীম কোর্টের এডভোকেট সেলিনা আক্তার চৌধুরী । পারিবারিক দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্ববোধের কারনে তাঁর বাবা কনভোকেশন অনুষ্ঠানে যেতে পারেননি ।

ইতিপূর্বে তিনি ২০১৪ সালে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ থেকে ও’ লেভেল এবং ২০১৫ সালে ও ২০১৯ সালে ব্রিটিশ ল’ এট লন্ডন কলেজ-এর অধীনে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস (এল.সি.এল.এস) থেকে যথাক্রমে এ’ লেভেল ও অনার্স ডিগ্রী সম্পন্ন করেন । তাহমিদ তাজওয়ার তূর্য়’র গ্রামের বাড়ী মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পশ্চিম কোশুন্ডা গ্রামে।  তাঁর পিতামহ মৃত মোঃ ওয়াজেদ আলী কাজী ছিলেন স্বাস্হ্য বিভাগের স্বাস্হ্য তত্তাবধায়ক ।

বাল্যকাল থেকেই তূর্য ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করতেন ।ছেলেবেলা থেকেই ফুটবল ও ক্রিকেটের প্রতি তাঁর অন্যতম ঝোঁক ।তিনি একজন ভালো আইনজীবী ও মানবিক আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন । তূর্য’র পেশাগত সফলতা ও সুস্বাস্থ্যের  জন্য তাঁর দাদু, বাবা-মা ও তাঁর একমাত্র বোন ফাতেহা নূর তাহিয়া সকলের কাছে দোয়া প্রার্থী ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।