ঢাকাTuesday , 15 November 2022
  1. International News
  2. অন্যান্য
  3. অর্থ ও বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. কুমিল্লা
  6. ক্রাইম নিউজ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাঁদপুর
  10. জাতীয়
  11. ঢাকা শহর
  12. বিনোদন
  13. বিভাগের খবর
  14. ময়মনসিংহ
  15. যশোর
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা

admin
November 15, 2022 8:13 am
Link Copied!


অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বাংলদেশের উন্নয়নের প্রশংসা করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হলো। গত ৪টা নভেম্বর অস্ট্রেলিয়ায় এডিলেইডে পালিত হয় বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল নোমান সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাবশালী ফেডারেল এমপি ও জলবায়ু পরিবর্তন, জ্বালানি, পরিবেশ ও পানি বিষয়ক চারটি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি জনাব টনি জাপিয়া এম পি, এরপর গত ৭ই নভেম্বর টনি জাপিয়া এম পি ফেডারেল পার্লামেন্টে সর্র্বসম্মতিতে যুবলীগের নাম উল্লেখ করে একটি মোশন পাশ করেন। কেন্দ্রীয় পার্লামেন্ট মোশনে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গঘ হুইটলামই প্রথম পশ্চিমা নেতা যিনি সদয় স্বাধীন বাংলাদেশ সফর করেন। টনি জাপিয়া এমপি এসময় বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, কয়েকদিন আগে তিনি অস্ট্রেলিয়া যুবলীগের অনুষ্ঠানে অংশ নেন। পার্লামেন্টে তিনি আরো বলেন, বাংলাদেশের বর্তমান ব্যাপক উন্নয়নে অস্ট্রেলিয়ার আরো অংশগ্রহণ দরকার, কারণ এর মাধ্যমে দুই দেশই উপকৃত হবে, ১৯৭২ এর দারিদ্রপীড়িত বাংলাদেশ আজ উন্নয়নের মাধ্যমে মধ্যম সারির দেশে উঠে এসেছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়া (প্রস্তাবিত) শাখা যৌথভাবে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হক পাপ্পু, সালিসবারির ডেপুটি মেয়র চাড বুকানন জে পি এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ অস্ট্রেলিয়ার সভাপতি ত্রিমান সিং গিল। দক্ষিণ অস্ট্রেলিয়া যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাজিউল খান বীর অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।